নাটোরে দুস্থ শ্রমিকদের সহায়তায় চেক বিতরণ
নিজস্ব প্রতিবেদক: নাটোরে দুস্থ শ্রমিক ও তাদের পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। আজ রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় ২২ জন শ্রমিক ও তাদের পরিবারকে চিকিৎসা ও শিক্ষা সহায়তা বাবদ চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে এই সহায়তা দেওয়া হয়েছে, যা মৃত শ্রমিকদের পরিবার, শিক্ষাবৃত্তি এবং জরুরি চিকিৎসার খাতে ব্যবহৃত হবে।
উপদেষ্টা আরও বলেন, “শ্রমিকদের আবেদন যাচাই-বাছাইয়ের পর এই সহায়তা দেওয়া হয়েছে। শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ মাতৃত্বকালীন ভাতা, শিক্ষা সহায়তা এবং দুরারোগ্য রোগে আক্রান্ত শ্রমিকদের চিকিৎসার জন্যও ব্যবহার করা হয়ে থাকে।”
সভায় তিনি বলেন, “নাটোরে প্রাণ-আরএফএল ও কিষাণের মতো বড় শিল্প প্রতিষ্ঠান থাকলেও শ্রমিকদের জন্য চিকিৎসা সুবিধা সীমিত। শ্রমঘন এলাকায় বিশেষায়িত হাসপাতাল স্থাপন এবং প্রতি জেলায় শ্রমিকদের জন্য হাসপাতাল বেড বরাদ্দের পরিকল্পনা রয়েছে।”
এ সময় তিনি ট্রেড ইউনিয়ন নেতাদের দ্রুত নির্বাচন সম্পন্ন করে কার্যকর নেতৃত্ব গঠনের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, নাটোরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিআলো/তুরাগ