নাটোরে পৌরসভার পানি পান করে ডায়রিয়ায় আক্রান্ত দেড় শতাধিক, হাসপাতালে ১২৮ জন
নিজস্ব প্রতিবেদক: নাটোর পৌরসভা কর্তৃক সরবরাহকৃত দূষিত পানি পান করে দেড় শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১২৮ জনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের অধিকাংশই নাটোর শহরের উত্তর পটুয়াপাড়া, ঝাউতলা ও কাঠালবাড়ি এলাকার বাসিন্দা।
আক্রান্তদের একজন, আকাশ জানান, মঙ্গলবার বিকেলে পৌরসভার পানি পান করার পর তার স্ত্রীর পেটে ব্যথা শুরু হয় এবং পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আরেকজন, শহিদুল, তার শিশু সন্তানকে ডায়রিয়ার কারণে হাসপাতালে ভর্তি করেছেন। বেশিরভাগ রোগী এবং তাদের আত্মীয়–স্বজনরা জানিয়েছেন, পৌরসভার সরবরাহ করা পানি পান করার পরেই তারা অসুস্থ হয়েছেন।
ঘটনার খবর পেয়ে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন এবং সিভিল সার্জন ডাক্তার মো. মুক্তাদির আরেফিন দ্রুত হাসপাতাল পরিদর্শন করেন। সিভিল সার্জন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দূষিত পানিই এই ডায়রিয়া সংক্রমণের কারণ। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইসিডিডিআরবিতে পাঠানো হয়েছে এবং হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন ও অন্যান্য ওষুধ মজুত রয়েছে।
জেলা প্রশাসক আসমা শাহীন নিশ্চিত করেছেন যে, ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। এদিকে, পৌর প্রশাসক আসমা খাতুন জানান, পৌরসভা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে সরবরাহকৃত পানি বিশুদ্ধ করার ব্যবস্থা নিয়েছে এবং ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
বিআলো/এফএইচএস