নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সুমন সরদার: নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন রবিবার জেলা পুলিশের মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, পিপিএম, সভায় সভাপতিত্ব সভায় জিআর ও সিআর মামলা পর্যালোচনা, ওয়ারেন্ট তামিল ও নিষ্পত্তি, নারী ও শিশু নির্যাতন মামলা পর্যালোচনা, চুরি ও দস্যুতা সংক্রান্ত তথ্য, মাদক মামলা পর্যালোচনাসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা সম্পর্কিত করনীয় সম্পর্কে আলোচনা করা হয়। পুলিশ সুপার নাটোর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সাধারন মানুষের জনজীবন স্বাভাবিক রাখার লক্ষে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করতে সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন।
তিনি নাটোর জেলা হাইওয়ে রোডে নিরাপত্তা, নারী ও শিশু নির্যাতন দমন, ধর্ষণ অপরাধ, চাঁদাবাজি, রাত্রিকালীন টহল জোরদার এবং চুরি-ডাকাতি-দস্যুতা নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ প্রদান করেন।
সভায় বিশেষ পুলিশ সুপার মো. রায়হানুল ইসলাম,জেলা পুলিশ নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. একরামুল হক, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) সনজয় কুমার সরকার, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমিন লাবুসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ