নানক পরিবারের ৫৭ ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রতিমন্ত্রী ও আ. লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু এবং মেয়ে এস আরমিন রাখীর নামে থাকা ৫৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে আদালত। এসব হিসাবে বর্তমানে মোট ২ কোটি ৮৯ লাখ ৮৯ হাজার ৩৫৬ টাকা রয়েছে।
দুদকের আবেদনের ভিত্তিতে সোমবার (১৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। আবেদনে দুদকের পক্ষে উপ-পরিচালক মো. মনিরুজ্জামান বক্তব্য উপস্থাপন করেন।
দুদকের আবেদনপত্রে বলা হয়, অনুসন্ধান চলাকালে জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী এবং কন্যার নামে খোলা বিভিন্ন ব্যাংক হিসাবে মোট ৩২ কোটি ১৮ লাখ ৫৮ হাজার ৪৫০ টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে। এর মধ্যে প্রায় ১৭ কোটি ৫৫ লাখ টাকা জমা এবং ১৪ কোটি ৬২ লাখ টাকা উত্তোলনের তথ্য পাওয়া যায়।
দুদকের ধারণা, এসব টাকার উৎস যথাযথভাবে ব্যাখ্যাযোগ্য নয় এবং এগুলোর সঙ্গে দুর্নীতি, ঘুষ কিংবা অবৈধ উপার্জন জড়িত থাকতে পারে। এছাড়া সংশ্লিষ্ট হিসাবগুলো থেকে অর্থ অন্যত্র সরিয়ে ফেলার চেষ্টা চলছে বলেও তদন্তে উঠে আসে।
সুষ্ঠু তদন্ত ও অর্থ বেহাত হওয়ার আশঙ্কা রোধে আদালতের কাছে ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ রাখার আবেদন জানায় দুর্নীতি দমন কমিশন। আদালত আবেদন মঞ্জুর করে বর্তমানে হিসাবগুলোতে থাকা মোট ২ কোটি ৮৯ লাখ ৮৯ হাজার ৩৫৬ টাকা ফ্রিজ করার নির্দেশ দেন।
বিআলো/শিলি



