এনায়েতপুরে শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ড, বিপুল ক্ষতি
dailybangla
09th Dec 2025 6:12 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের এনায়েতপুরে একটি শাড়ি প্রিন্ট কারখানায় আগুন লেগে কাপড়, কম্পিউটার, আসবাব ও চারটি মেশিনসহ সবকিছু ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ৫৬ লাখ টাকা বলে জানিয়েছেন মালিক।
মঙ্গলবার ভোরে গোপালপুর গাবতলা এলাকার সেরাজুল ও বাবু মল্লিকের বিসমিল্লাহ ডিজিটাল শাড়ি প্রিন্ট কারখানায় আগুন লাগে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
পরে বেলকুচি ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুরো কারখানার যন্ত্রপাতি ও মালামাল পুড়ে যায়।
বাবু মল্লিক জানান, মেশিনের ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে তাদের ধারণা।
ঘটনাস্থল পরিদর্শনকারী জাতীয় তাঁতী সমিতির কেন্দ্রীয় সভাপতি আব্দুস ছামাদ খান বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলা হবে।
বিআলো/শিলি



