নারায়ণগঞ্জের বন্দরে কুতুববাগ দরবারে ওরস শুরু আজ
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার কুতুববাগ দরবার শরীফে আজ বুধবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী পবিত্র ওরস ও বিশ্ব জাকের ইজতেমা। এ ধর্মীয় আয়োজন আগামী শুক্রবার জুমার নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হবে।
ওরস উপলক্ষে ইতোমধ্যে দেশ-বিদেশ থেকে অসংখ্য আশেকান-জাকেরান, মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষ কুতুববাগ দরবার শরীফে সমবেত হয়েছেন। শুক্রবার আখেরি মোনাজাত পরিচালনা করবেন খাজাবাবা কুতুববাগী কেবলাজান হজরত জাকির শাহ।
গতকাল মঙ্গলবার কুতুববাগ দরবার শরীফ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কুতুববাগ দরবারের মূল প্রতিপাদ্য বা বাণী হলো— ‘মানব সেবাই পরম ধর্ম।’ এই বাণীর মর্মার্থ সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে পারলে দুনিয়ার অশান্তি ও অসহিষ্ণুতা দূর হয়ে মানুষ মুক্তির স্বাদ পাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামানব দয়াল নবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও শান্তির অমিয় বাণী প্রচারে কুতুববাগী কেবলাজান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জামে আউলিয়া ও জামে আম্বিয়াদের মিলনমেলাই এই ওরস ও জাকের ইজতেমা।
ওরস ও ইজতেমা উপলক্ষে দেশ ও বিদেশের প্রখ্যাত আলেম-ওলামারা উপস্থিত থেকে কোরআন, হাদিস, ইজমা ও কিয়াসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করবেন। আগামী শুক্রবার জুমার নামাজ ও আখেরি মোনাজাতের আগে বিশ্ববাসীর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ বয়ান পেশ করবেন খাজাবাবা কুতুববাগী কেবলাজান।
বিআলো/এফএইচএস



