নারায়ণগঞ্জের সাইনবোর্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদ
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে সরকারি জায়গা দখল করে ঢাকা-চট্টগ্রাম মহাড়কের দুই পাশে গড়ে উঠা অন্তত আড়াইশতাধিক অবৈধ স্থাপনা। আজ বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেনের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেন জানান, জনচলাচলে বিঘ্ন সৃষ্টি করে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তুলা আড়াই শতাধিক বিভিন্ন দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এসব দোকানপাটের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হতো। অভিযানে উপস্থিত নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আহসান উল্লাহ জানান, মহাসড়কের দুপাশে সরকারি জায়গা দখল করে বিভিন্ন পরিবহনের টিকিট কাউন্টার ও ফুটপাত দোকান গড়ে তুলা হয়েছিল।
এসব অবৈধস্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য একাধিক নোটিশ প্রদান করা হয়। দখলকারীরা নিজ দায়িত্বে সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অভিযানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান ও সার্ভেয়ার সোহাগ মিয়া প্রমুখ।
বিআলো/তুরাগ