• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক 

     dailybangla 
    23rd Jul 2025 4:49 pm  |  অনলাইন সংস্করণ

    মনিরুল ইসলাম মনির: নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জের মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা গত ১৮ জুলাই ২০২৫ তারিখে সিটি হকার্স মার্কেটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ২৫ জন ব্যবসায়ীর মাঝে ২৫ হাজার টাকা করে মোট ৬ লাখ ২৫ হাজার টাকা জেলা পরিষদের তহবিল থেকে আর্থিক অনুদানের চেক প্রদান করেন ।

    এসময় মহানগর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব মো. আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা মাইনুদ্দিন আহমদ’সহ ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

    দুইজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তাদের বক্তব্যে অগ্নিকাণ্ডে নিজেদের অপূরণীয় ক্ষতি সাধন হয়েছে বলে জানান এবং জেলা প্রশাসক প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে দোকানের মালিকপক্ষের থেকে আশানুরূপ ক্ষতিপূরণ না পাওয়ার আক্ষেপ করেন।রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জেলা প্রশাসককে উক্ত আর্থিক সহায়তার জন্যে ধন্যবাদ জানিয়ে হকার্স মার্কেটে যেন উপযুক্ত ব্যবসায়ীরা দোকানের মালিক হয় সে বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করেন ।

    জেলা প্রশাসক সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত নিস্পাপ শিশুদের প্রতি শোক ও সহমর্মিতা জানিয়ে তিনি তার বক্তব্য শুরু করেন।

    বক্তব্যে তিনি উপস্থিত সকলের প্রতি ব্যক্তিগত পর্যায়ে সৎ, মানবিক ও সচেতন থাকার আহ্বান জানান, কারণ কারো অসাবধানতার কারণেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।
    ব্যবসায়ীদের সৎ ভাবে ব্যবসা পরিচালনা, নকল ও ভেজাল পণ্য বন্ধ করার জন্য ও মানবিক হবার জন্য তাদের থেকে অঙ্গীকার গ্রহণ করেন। জেলা প্রশাসনের সহায়তায় এই সাহায্য ক্ষতিগ্রস্থদের ঘুরে দাঁড়াতে সাহায্য করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ও ভবিষ্যতে অন্য কোন তরফে তাদের সাহায্য প্রদানের সুযোগ থাকলে এবং স্বল্প সুদে ব্যাংক ঋণের সুযোগ থাকলে তার জন্য আন্তরিক ভাবে চেষ্টা করবেন জানান।

    একই দিনে জেলা প্রশাসক চিকিৎসা সহায়তা বাবদ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে ১০ জন কে ১০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031