নারায়ণগঞ্জে অবৈধ চুনা কারখানায় তিতাসের ভ্রাম্যমাণ অভিযান
৪টি চুনা কারখানা গুড়িয়ে দেওয়া ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে তিতাস কর্তৃপক্ষ ৪টি চুনা কারখানায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে এবং কারখানার মালামাল গুড়িয়ে দিয়েছে। অভিযানটি ৮ সেপ্টেম্বর সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলে।
পিরোজপুর ইউনিয়নের ইকোনমিক জোনে অবস্থিত চুনা কারখানাগুলোর মধ্যে, গেটের পূর্ব পাশে ১টি, পশ্চিম পাশে ১টি, বিপরীত পাশে ১টি এবং গঙ্গানগরে ১টি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এক্সকেভেটরের মাধ্যমে এসব কারখানার মালামাল গুড়িয়ে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় পানি স্প্রে করে মালামাল সম্পূর্ণভাবে নষ্ট করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা এবং সোনারগাঁ জোনের তিতাস ম্যানেজার প্রকৌশলী শফিউল আওয়াল অভিযানের নেতৃত্ব দেন। তারা নিশ্চিত করেছেন যে প্রতিটি অবৈধ বিতরণ লাইনের উৎস পয়েন্টে কিলিং ক্যাপিং করা হয়েছে, যাতে ভবিষ্যতে গ্যাস সংযোগ পুনরায় করা না যায়।
তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। যেখানে যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই অভিযান পরিচালনা করা হবে। তারা সকলকে সতর্ক করেছে, আইন অমান্য করে কোনো চুনা কারখানা বা শিল্পে অবৈধ সংযোগ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এই অভিযান এলাকায় বৈধ ও নিরাপদ গ্যাস ব্যবহার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি এটি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন হওয়ার বার্তাও দিয়েছে। জেলা প্রশাসন এবং তিতাসের সমন্বিত উদ্যোগে ভবিষ্যতে এ ধরনের অবৈধ সংযোগ প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
বিআলো/তুরাগ