নারায়ণগঞ্জে অর্ধকোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জামসহ ৯ ডাকাত গ্রেফতার
বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির নাটকীয় কাহিনি: লুটের মাল উদ্ধার, সর্দারসহ ৯ ডাকাত গ্রেফতার
রাসেদুল ইসলাম রাসেল, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনীতে নির্মাণাধীন ডিপিডিসি বিদ্যুৎ কেন্দ্রে সংঘটিত ডাকাতির ঘটনায় অর্ধকোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার ও ৯ ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-১১।
দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, গত ২১ সেপ্টেম্বর দিবাগত রাতে তিনজন ডাকাত শ্রমিকের পোশাক পরে বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করে। তারা সিকিউরিটি গার্ডদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে বৈদ্যুতিক সাবস্টেশন নির্মাণের জন্য সংরক্ষিত কন্ডাক্টর ক্যাবল, রিং নেটওয়ার্ক, ট্রান্সফরমার ক্যাবল ও তামার তারসহ প্রায় ৬৫ লাখ টাকার মালামাল লুণ্ঠন করে একটি ট্রাকে করে পালিয়ে যায়।
ঘটনার পর মামলা দায়ের হলে র্যাব-১১ এর একটি বিশেষ দল ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালায়। এসময় ডাকাত দলের সর্দার লিটনসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে লুণ্ঠিত বৈদ্যুতিক সরঞ্জাম, ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, ২টি খেলনা পিস্তল, ২টি চাকু, ১টি চাপাতি এবং ব্যবহৃত ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার হওয়া ডাকাত সর্দার লিটনের বিরুদ্ধে পূর্বেও ৫টি ডাকাতির মামলা রয়েছে। এই ঘটনায় আরও ৯ জন ডাকাত জড়িত ছিল বলে জানা গেছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।