নারায়ণগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র্যালি ও মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার সচেতনতা ছড়িয়ে দিতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে দিনব্যাপী এ কর্মসূচি শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন, নারায়ণগঞ্জ জেলা কমিটি-র উদ্যোগে চাষাড়া জিয়া হলের সামনে থেকে র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালি শেষে শহীদ মিনার চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তৃতা দেন— আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির পরিচালক মোঃ ফিরোজ শাহী, জেলা শাখার উপদেষ্টা মোসাঃ নাজমা বেগম, সভাপতি মোঃ জামিল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোক্তার হোসেন, সহ-সভাপতি রোবেল হোসেন, মোঃ আল আমিন, মোঃ বাদল মিয়া।
এছাড়া বক্তব্য রাখেন— সাধারণ সম্পাদক মোঃ নিজাম সরকার, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ, প্রচার সম্পাদক আপেল মাহমুদ, সহ-প্রচার সম্পাদক মোঃ মহাসিন শেখ, অর্থ সম্পাদক জামাল উদ্দিন হৃদয়, সহ-অর্থ সম্পাদক মোঃ ফয়সাল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা তাবাসসুম আক্তার ঝূমি, সহ-সম্পাদিকা বৃষ্টি আক্তার।
আরও উপস্থিত ছিলেন—ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হুদা খোকা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ সাইফুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন, এবং এনআরবি মামুন, নেসার উদ্দিন সেলিম, জহিরুল ইসলাম জনি প্রমুখ।
বিআলো/তুরাগ



