নারায়ণগঞ্জে এইচএসসি ফলাফল বিপর্যয়: শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা
“কেবল নয়, ফলাফলমুখী শিক্ষা—বিকশিত হোক মানবতার দীক্ষা” শ্লোগান নিয়ে জেলা প্রশাসকের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনায় শিক্ষাব্যবস্থার উন্নয়নের দিকনির্দেশনা প্রদান
মনিরুল ইসলাম মনির: নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফলাফল বিপর্যয়ের কারণ ও উত্তরণের উপায় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় জেলা শিল্প কলা একাডেমির হলরুম মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব শোয়াইব আহমেদ খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার এনামুল কবির।
উদ্বোধনী বক্তব্য দেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা। পরবর্তীতে জেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকরা শিক্ষার্থীদের মানোন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা এবং গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। তাঁরা শিক্ষার মান উন্নয়নে এ ধরনের মতবিনিময় সভা সারা দেশে আয়োজনের আহ্বান জানান।
প্রধান অতিথি শোয়াইব আহমেদ খান বলেন, শিক্ষার মান উন্নয়নে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রমসমূহ সকলের সামনে তুলে ধরা হচ্ছে। যেকোন অভিযোগের গুরুত্ব সহকারে দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এবারের পরীক্ষায় নারায়ণগঞ্জে ২২ হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করে, যেখানে ১১ হাজার শিক্ষার্থী ফেল করেছে। এটি একটি উদ্বেগজনক চিত্র। তিনি আরও বলেন, শিক্ষকদের দায়িত্ব হল শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা। “কেবল ফলাফল নয়, মানবিক দীক্ষা সহ শিক্ষিত মানুষ গড়ে তুলতে হবে।”
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীমউদ্দিন বক্তব্যে উল্লেখ করেন, সকলের সমন্বয়ে শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা পালন সম্ভব। এ ছাড়া নারায়ণগঞ্জ সিভিল সার্জন আ.ফ.ম মশিউর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় শিক্ষার্থীদের অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাসহ জেলা প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ



