নারায়ণগঞ্জে কন্যাশিশু দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মেধায়, সাহসে ও নেতৃত্বগুণে অনন্য কন্যাশিশু — জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা
মনিরুল ইসলাম মনির: “আমি কন্যাশিশু, স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”— এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন। সঞ্চালনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ভিকারুন নেছা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন,“কন্যাশিশুর প্রতি সব ধরনের নির্যাতন রোধে সরকার সচেষ্ট রয়েছে। মেধায়, সাহসে ও নেতৃত্বগুণে কন্যাশিশুরা অনন্য। সরকার শিশুদের বিষয়ে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে। তাদের সুস্বাস্থ্য রক্ষায় স্কুলে স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক নির্মাণের মাধ্যমে উপস্থিতির হার বাড়ানো হয়েছে। এতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় জেন্ডার সমতা অর্জিত হয়েছে।”
তিনি আরও বলেন, “প্রাথমিক থেকে স্নাতক শ্রেণি পর্যন্ত প্রায় ২.৫ কোটি কন্যা শিক্ষার্থী উপবৃত্তি পাচ্ছে এবং বিনাবেতনে লেখাপড়ার সুযোগ উপভোগ করছে। ফলে কন্যা শিক্ষার্থীদের ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমেছে।”
আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইসরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগমসহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং ট্রেডের ১০ জন প্রশিক্ষণার্থীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
বিআলো/তুরাগ