• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নারায়ণগঞ্জে গণভোটে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত 

     dailybangla 
    14th Jan 2026 9:08 pm  |  অনলাইন সংস্করণ

    মো.মনির হোসেন, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলায় গণভোটে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে একযোগে ৩৯টি ইউনিয়ন এবং সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে এ সভার আয়োজন করা হয়।

    গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে জনমত সৃষ্টি এবং প্রান্তিক পর্যায়ের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয় তুলে ধরা হয়। সভায় হ্যাঁ ভোটের সুফল সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়।

    বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন ও সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ডে একযোগে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকার-এর নেতৃত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, নির্বাচন অফিসার শেখ ফরিদ এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন প্রমুখ।

    ইউএনও শিবানী সরকার বলেন,
    “আসন্ন নির্বাচনে গণভোটে জনগণকে উদ্বুদ্ধ করতে আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা শতভাগ বাস্তবায়ন নিশ্চিত করছি। সমন্বিতভাবে আজ বিকেল তিনটা থেকে বন্দরের ৫টি ইউনিয়ন ও সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ডে সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ওয়ার্ডে, পাড়া-মহল্লায় এই উদ্যোগ অব্যাহত থাকবে। সবাইকে নতুন বাংলাদেশ গড়তে, সংস্কার এবং গণহত্যার বিচার নিশ্চিত করতে গণভোটে অংশ নিতে উদ্বুদ্ধ করা হবে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031