• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নারায়ণগঞ্জে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান উপলক্ষ্যে প্রতীকী ম্যারাথন 

     dailybangla 
    18th Jul 2025 2:08 pm  |  অনলাইন সংস্করণ

    মনিরুল ইসলাম মনির: নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান উপলক্ষ্যে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১৮ জুলাই) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান উপলক্ষ্যে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়।

    জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বেলুন উড়িয়ে প্রতীকী ম্যারাথন উদ্বোধন করেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

    নারায়ণগঞ্জের হাজীগঞ্জে নির্মিত জুলাই অভ্যুত্থান শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে প্রতীকী ম্যারাথন শেষ হয়। জুলাই শহীদ পরিবারের সদস্যদের ও ম্যারাথনে বিজয়ীদের ম্যাডেল পড়িয়ে দেয়া হয়।

    এ সময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলমগীর হোসাইন, নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হাসিনা মমতাজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন, জুলাই শহীদ আদিলের বাবা আবুল কালাম, নারায়ণগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব জাবেদ আলম। অনুষ্ঠান পরিচালনা করেন, নারায়ণগঞ্জ কলেজের শিক্ষক আরিফ মিহির।

    জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাধারণত ম্যারাথন প্রতিযোগিতার গুরুত্ব, খেলোয়াড়দের উৎসাহ এবং সুস্থ জীবনযাপনের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন। জেলা প্রশাসক ম্যারাথন প্রতিযোগিতার গুরুত্ব এবং সমাজের উপর এর ইতিবাচক প্রভাব তুলে ধরেন। তিনি বলেন যে, এই ধরনের ম্যারাথন মানুষের মধ্যে সুস্থ জীবনযাপন এবং শারীরিক কার্যকলাপের গুরুত্ব বাড়ায়।

    তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং তাদের কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের প্রশংসা করেন।

    জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আরো বলেন, জুলাই শহীদদের স্বপ্ন বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত এক ‘নতুন বাংলাদেশ’ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই সুযোগকে কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশের পথে দৃপ্ত পদভারে একযোগে সবাই এগিয়ে যাবো।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031