নারায়ণগঞ্জে টিআরসি পদে নির্বাচিতদের সংবর্ধনা দিলেন পুলিশ সুপার
শৃঙ্খলার আলো ডেস্ক: নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিকভাবে নির্বাচিতদের ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে।
৬ জুলাই, রবিবার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা প্রদান করেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
এ বছর শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার জন্য নির্ধারিত শূন্য পদের বিপরীতে ২৪ জন পুরুষ ও ১ জন নারীসহ মোট ২৫ জন প্রার্থী টিআরসি পদে প্রাথমিকভাবে নির্বাচিত হন। তাদের মধ্যে খুলনা ও রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।
নবনির্বাচিত প্রার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন: এই নিয়োগে কোনো ধরনের অনিয়ম, আর্থিক লেনদেন বা সুপারিশের সুযোগ ছিল না। তোমরা নিজের যোগ্যতায় এই জায়গায় এসেছো। এটিই তোমাদের গর্ব।
তিনি আরও বলেন, শারীরিক প্রশিক্ষণের পাশাপাশি মানবিক গুণাবলি, শৃঙ্খলা ও সততা অর্জন করতে হবে। দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মধ্য দিয়েই বাংলাদেশ পুলিশের সুনাম আরও বৃদ্ধি পাবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ইসরাত জাহান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
সংবর্ধনা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নবনির্বাচিত প্রার্থীদের চোখেমুখে ছিল গর্ব ও ভবিষ্যতের স্বপ্ন। এই সম্মাননা ভবিষ্যতের পথচলায় তাদের জন্য একটি প্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিআলো/এফএইচএস