নারায়ণগঞ্জে ডিবি’র অভিযানে ১,৯০০ পিস ইয়াবাসহ আটক ৩
dailybangla
30th Oct 2025 6:02 pm | অনলাইন সংস্করণ
মোঃ মনির হোসেন, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১,৯০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল রানার তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিঃ) বিরাজ দাস ও ফোর্স বুধবার রাতে রূপগঞ্জ থানাধীন ভায়েলা বাজারে অভিযান চালিয়ে মোঃ নজরুল ইসলাম (৩৫) ও মোঃ ওসমান (৪০) নামে দুজনকে গ্রেফতার করেন।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মোঃ দ্বীন ইসলাম (৫২)-এর সহায়তায় ইয়াবা সংগ্রহ ও বিক্রি করছিল। পরে মোঃ দ্বীন ইসলামকে জালাকান্দি এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল রানা জানান, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিআলো/শিলি



