নারায়ণগঞ্জে ডিবি অভিযানে গ্রেফতার ১ নাশকতাকারী, উদ্ধার ১২টি ককটেল
তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ডিবি অভিযান, নিষিদ্ধ সংগঠনের নাশকতা পরিকল্পনা ভেঙে দেওয়া
মোঃ মনির হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম(বার) মহোদয়ের নির্দেশনা ও তত্ত্বাবধানে নারায়ণগঞ্জ জেলা পুলিশসহ পার্শ্ববর্তী জেলায় নাশকতা প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এর অংশ হিসেবে ০৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে সকাল ১১ টার দিকে জেলা ডিবি একটি গোপন অভিযান চালায়।
ডিবি সূত্রে জানা যায়, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী থানার চেয়ারম্যানবাড়ি রসুলবাগ এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে মোঃ নাজমুল হাসান সুমন @ সুজন খান (২৭) গ্রেফতার করা হয়। তার পিতার নাম আব্দুর রশিদ খান এবং মাতার নাম সুফিয়া খাতুন। সে ফরিদপুর জেলার সালথা থানার গুরদি ৬নং ওয়ার্ড, আটঘর এলাকার বাসিন্দা।
গ্রেফতারকৃত সুমনের কাছ থেকে ১২টি ককটেল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সুমন নিষিদ্ধ সংগঠনের পক্ষে ঢাকাসহ আশেপাশের বিভিন্ন জায়গায় মিছিল করার পরিকল্পনা এবং জনবল সরবরাহে জড়িত ছিল। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম কদমতলী থানা ও ডিএমপি কর্তৃক প্রক্রিয়াধীন।
এই অভিযানের মাধ্যমে নারায়ণগঞ্জ পুলিশ নাশকতা প্রতিরোধে এবং শহরের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।
বিআলো/তুরাগ