নারায়ণগঞ্জে ডিসির স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে ‘তারুণ্যের রক্তদান কর্মসূচি’ উদ্বোধন
মো. মনির হোসেন, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নিজের রক্তদানের মাধ্যমে ‘তারুণ্যের উৎসব’-এর উদ্বোধন করেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে এই উৎসবের সূচনা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এই রক্তদান কর্মসূচি পরিচালিত হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক নিজে রক্তদান করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।
সরকারি তোলারাম কলেজের ‘বাঁধন’ পরিবারের আহ্বায়ক আমিনুল ইসলাম জানান, “সকাল থেকেই রক্তদান কর্মসূচি চলছিল। জেলা প্রশাসক নিজ হাতে রক্ত দিয়ে কর্মসূচির সূচনা করেছেন। পরে পুলিশ সদস্য, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষার্থী এতে অংশ নেন।”
নারায়ণগঞ্জ জেলা কোয়ান্টাম ফাউন্ডেশনের সমন্বয়কারী মিজানুর রহমান বলেন, “ডিসি স্যারের আন্তরিক সহযোগিতায় এই আয়োজন সম্ভব হয়েছে। তরুণ সমাজকে মানবিক কাজে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন করা হয়েছে। কোয়ান্টাম ফাউন্ডেশন সার্বিক সহযোগিতা করেছে।”
জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন, “রক্তদানের মাধ্যমে একটি জীবন রক্ষা করা যায় এবং আমি নিজেও বহুবার রক্তদান করেছি। একসময় রক্তের অভাবে মানুষ মারা যেত। এখন আমাদের মাঝে মানবিক মূল্যবোধ তৈরি হয়েছে, আমরা দুঃসময়েও মানুষকে সাহায্য করতে পিছপা হই না। এই আয়োজনের সঙ্গে যুক্ত সবার প্রতি আমি কৃতজ্ঞ।”
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “রক্তদান মানবতার সর্বোচ্চ রূপ। যারা রক্ত দিয়েছেন, তারাই জানেন এর মধ্যে কতটা তৃপ্তি ও স্বার্থকতা রয়েছে। আমি নারায়ণগঞ্জকে নিজের শহর মনে করি। তাই নিজে রক্তদান করে সবাইকে অনুপ্রাণিত করলাম। এর আগে বহুবার রক্তদান করেছি। অনেক রোগী আছেন, যাদের রক্ত প্রয়োজন অথচ সামর্থ্য নেই। এমন মানুষের পাশে দাঁড়াতেই কোয়ান্টাম ফাউন্ডেশন ও বাঁধনের মতো সংগঠন কাজ করছে। আমরা চাই, সবাই মানুষের পাশে দাঁড়াক এবং এই মানবিক উদ্যোগের অংশ হোক।”
বিআলো/তুরাগ