নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
মোঃ মনির হোসেন, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের হাজীগঞ্জে নির্মিত দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করা হয়েছে। ২০২৫ সালের ১৪ জুলাই (সোমবার) বিকাল ৩টায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাস্তবায়নে নির্মিত এ স্মৃতিস্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এ সময় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ড. আসিফ নজরুল, মাননীয় উপদেষ্টা, আইন, বিচার ও সংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, আদিলুর রহমান খান, মাননীয় উপদেষ্টা, শিল্প ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, মুহাম্মদ ফাওজুল কবির খান, মাননীয় উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, মাননীয় উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়, সৈয়দা রিজওয়ানা হাসান, মাননীয় উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়।
এছাড়াও উপস্থিত ছিলেন: ড. মোখলেস উর রহমান, সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, মোঃ নজরুল ইসলাম, সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বিভাগীয় কমিশনার, ঢাকা।
জুলাই গণআন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত এই স্মৃতিস্তম্ভটি দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে। এটির মাধ্যমে সেইসব নিরীহ ও সাধারণ মানুষের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করা হবে, যারা গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য জীবন উৎসর্গ করেছেন।
উদ্বোধনের দিন সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। অনেকে স্মৃতিস্তম্ভ ঘুরে দেখেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
উলেখ্যে, জুলাই শহীদদের স্মরণে এই প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে স্থাপত্য নিদর্শন নির্মাণ করা হলো। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে এটি ঘিরে আরো নানা সাংস্কৃতিক ও ঐতিহাসিক কার্যক্রম পরিচালিত হবে।
বিআলো/এফএইচএস