নারায়ণগঞ্জে নকল সস কারখানায় র্যাবের অভিযান, মালিককে জরিমানা ও কারাদণ্ড
মোঃ মনির হোসেন, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে নকল সস তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব সস্তাপুর এলাকায় র্যাব-১১ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে রোববার (২৬ অক্টোবর) দুপুরে ‘আজমেরী কনজুমার ফুড কম্পানি লিমিটেড’ নামের একটি নকল সস উৎপাদনকারী কারখানা সিলগালা করা হয়।
অভিযান পরিচালনা করেন র্যাব-১১ এর সিপিসি-১ কম্পানি কমান্ডার আল মাসুদ খান ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তরিকুল ইসলাম।
র্যাব জানায়, কারখানাটি দীর্ঘদিন ধরে নিম্নমানের রাসায়নিক ব্যবহার করে টমেটো সস, সয়া সস, বারবিকিউ সস ও সিরকা তৈরি করে আসছিল। এসব নকল পণ্য নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পাইকারি বাজার- কালিরবাজার ও দিগু বাবুর বাজারসহ স্থানীয় রেস্টুরেন্টে সরবরাহ করা হতো।
অভিযানে বিপুল পরিমাণ নকল ও ক্ষতিকর খাদ্যপণ্য জব্দ করা হয়।
কারখানার মালিক মো. ওয়াহিদ বলেন, “আমি ৪-৫ মাস ধরে কারখানাটি চালাচ্ছি। জানতাম না এটি এত বড় অপরাধ। ভুল হয়ে গেছে।”
এনডিসি তরিকুল ইসলাম বলেন, “আমরা এসে দেখি, মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে বিভিন্ন ধরনের সস ও খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। এসব পণ্য স্থানীয় বাজারে বিক্রি হতো।”
র্যাবের কর্মকর্তারা জানান, অভিযানে জব্দ করা পণ্য ধ্বংস করা হবে এবং খাদ্য নিরাপত্তা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।
বিআলো/শিলি



