নারায়ণগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে মায়ের মৃত্যু, মেয়ে আহত
মো. মনির হোসেন,নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভূমিকম্পে দেয়াল ধসে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর মেয়ে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির একটি পুরোনো দেয়াল ভেঙে মায়ের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত মেয়েকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী।
এদিকে ভূমিকম্পে রাজধানীর কয়েকটি স্থানে ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। পুরান ঢাকার আরমানিটোলায় একটি ছয়তলা ভবন হেলে পড়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় বিস্তারিত ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য এখনো পাওয়া যায়নি।
বিআলো/ইমরান



