নারায়ণগঞ্জে রিক্সাচালক তুহিন হত্যা মামলায় আইভীর দুই দিনের রিমান্ড
মনিরুল ইসলাম মনির, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন হত্যা মামলায় সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৭ জুলাই) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদের এই আদেশ দেন। এ সময় কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হয় আইভীকে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানান, সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ভার্চুয়ালি হাজির হয়ে শুনানিতে অংশ নেন আইভী।
গত বছরের ২০ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিকশাচালক তুহিন (৩৬)। ওই ঘটনায় নিহতের স্ত্রী আলেয়া আক্তার মীম গত বছর ১৩ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ডা. সেলিনা হায়াৎ আইভী ১১ নম্বর আসামি।
বিআলো/তুরাগ