শিক্ষা খাতে মানোন্নয়ন ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ বেসরকারি স্কুল ও কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ছালেহা খাতুন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক এবং শিক্ষা সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা ও শিক্ষা উদ্যোক্তা আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন। বক্তব্যে তিনি বলেন, “শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেশের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জরুরি।” তিনি শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণ ও আধুনিক শিক্ষাব্যবস্থার সাথে সম্পৃক্ত হওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কাইয়ুম। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা সময়ের দাবি। শিক্ষার্থীদের শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে সৃজনশীল ও ব্যবহারিক জ্ঞানের দিকে মনোযোগী করতে হবে।
এছাড়া বিশিষ্ট লেখক, সাংবাদিক, গবেষক এবং বাংলাদেশ বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল শিক্ষক সমিতির সভাপতি আনিস উর রহমান আনিস বলেন, শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করতে নীতি নির্ধারণের ক্ষেত্রে শিক্ষক সমাজের মতামত অন্তর্ভুক্ত করা উচিত। শিক্ষকের মর্যাদা রক্ষা ও প্রণোদনা প্রদানের মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষা সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। তারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ, শিক্ষার্থীদের শৃঙ্খলা, শিক্ষক সংকট, অবকাঠামোগত সমস্যা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের উপায় নিয়ে আলোচনা করেন।
মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে শিক্ষকদের পেশাগত উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, শিক্ষার্থীদের নৈতিক ও সাংস্কৃতিক শিক্ষা এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে প্রস্তাব গৃহীত হয়।
বিআলো/এফএইচএস