• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নারায়ণগঞ্জে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত 

     dailybangla 
    17th Sep 2025 6:21 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের চাঁনমারি উত্তর চাষাড়ার প্রকৃতি টিম্বার এন্ড ইন্ডাস্ট্রিজে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা।

    শাস্ত্রমতে, দেবশিল্পী বিশ্বকর্মা স্থাপত্য, শিল্প, সৃষ্টি ও নির্মাণকলার দেবতা। তিনি দেবগুরু বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা এবং অষ্টম বসু প্রভাসের পুত্র। উপবেদ, স্থাপত্যবেদ ও চতুঃষষ্টিকলার প্রকাশক হিসেবেই তিনি পরিচিত। বিশ্বাস করা হয়, যুগে যুগে মানবজাতির সকল মহৎ নির্মাণশৈলীর স্রষ্টা বিশ্বকর্মা।

    এ বছর ৩১ ভাদ্র, বুধবার (১৭ সেপ্টেম্বর) সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, স্বর্ণকার ও কর্মকার সম্প্রদায়সহ অসংখ্য পূজামণ্ডপে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়।

    প্রকৃতি টিম্বার এন্ড ইন্ডাস্ট্রিজের প্রোপাইটর কমল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে পূজা পরিচালনা করেন পুরোহিত শংকর চক্রবর্তী।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন বিএনপি নেতা এহসানুল কবির টিপু, নারায়ণগঞ্জ জজ আদালতের এপিপি এডভোকেট শহিদুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ, পূজা উদযাপন কমিটির সদস্য শ্যামল চন্দ্র দাসসহ শ্যামল, সুভাষ, বিমল ও জয় প্রমুখ।

    বিএনপি নেতা এহসানুল কবির টিপু পূজামণ্ডপ পরিদর্শন করে পূজার সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলার খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন—“ধর্ম যার যার, উৎসব সবার। দেশের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে। আমরা আশা করি আগামী দিনগুলোতেও আপনারা আনন্দ-উৎসব সুন্দরভাবে পালন করবেন। আমরা আপনাদের পাশে আছি এবং থাকব। আমাদের নেতারা আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করবেন।”

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930