নারায়ণগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন: পারিবারিক কলহের জেরে ঘটেছে হত্যাকাণ্ড
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামী ইমরান হোসেন (৩২) বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্ত্রী বিজলী আক্তার আমেনাকে (৩০)। মর্মান্তিক এই ঘটনা ঘটে শনিবার (৫ জুলাই) রাতে উপজেলার এনায়েতনগর এলাকার জাহাঙ্গীর মিয়ার ভাড়া বাসায়।
নিহত বিজলী আক্তার আমেনা কুমিল্লা জেলার কান্দাইল গ্রামের বাসিন্দা। নয় মাস আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ইমরান হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। এটি ছিল বিজলীর দ্বিতীয় বিয়ে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, বিয়ের পর থেকেই ইমরান ও বিজলীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হতো। নিহতের ছোট বোন বৃষ্টি আক্তার জানান, ঘটনার রাতে বিজলী তার ভাগনের সঙ্গে স্বামীর মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় ইন্টারনেট ব্যবহারের বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইমরান বটি দিয়ে স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেন।
পরে স্থানীয়রা বিজলী আক্তারকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, পারিবারিক কলহ থেকেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযুক্ত স্বামী ইমরান হোসেন নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেছেন। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিআলো/এফএইচএস