• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নারায়ণগঞ্জ উদ্যোক্তা কল্যাণ পরিবারের ২য় বর্ষপূর্তি উদযাপন 

     dailybangla 
    04th Nov 2025 6:56 pm  |  অনলাইন সংস্করণ

    উদ্যোক্তাদের মিলনমেলা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশ

    মনিরুজ্জামান অপূর্ব: অনলাইনভিত্তিক, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক গ্রুপকেন্দ্রিক একটি অলাভজনক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘নারায়ণগঞ্জ উদ্যোক্তা কল্যাণ পরিবার’ তাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করেছে এক আনন্দঘন মিলনমেলার।

    ২ নভেম্বর, রবিবার সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ শহরের খাঁনপুর বরফকল চৌরঙ্গী পার্কের ভাসমান রেস্টুরেন্টে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের অ্যাডমিন নারী উদ্যোক্তা তাবাসসুম ঝুমি, তত্ত্বাবধানে ছিলেন মডারেটর নুসরাত হোসেন রিফাত ও রাকিব হাসান সাগর।

    অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন ও দিয়ামনি ই কমিউনিকেশনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্ব, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম আরজু, সুলতানা মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রেহানা, পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির সোনারগাঁও থানা কমিটির সভাপতি ফজলুল হক ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ জান্নাতুল ভূঁইয়া, বন্দর কমিটির সাধারণ সম্পাদক গাজী শাহ আলম, সমাজসেবক মিঠুন, জুলহাস, মফিজুল ইসলাম ও আলম প্রমুখ।

    বক্তব্যে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন ও দিয়ামনি ই কমিউনিকেশনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্ব বলেন, “উদ্যোক্তা তৈরি হলে শুধু নিজেই নয়, সমাজ ও দেশের জন্যও কর্মসংস্থান সৃষ্টি হয়। ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং এটি ভবিষ্যতে আরও বড় ভূমিকা রাখবে। আমাদের দেশের উন্নয়নের মূল চাবিকাঠি হলো দক্ষ যুবসমাজ। উদ্যোক্তাদের স্বপ্ন ও সাহসকে সম্মান জানাতে এবং তাদের পাশে দাঁড়াতে সবারই এগিয়ে আসা উচিত।”

    এ সময় নারী উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্ল্যাটফর্মের এডমিন ফারজানা, ঝর্ণা আক্তার, নীলা আহম্মেদ নিশি, সুইটি, মাহফুজা আক্তার মুক্তা, রন্ধনশিল্পী আছমা আক্তারসহ উদ্যোক্তা কল্যাণ পরিবারের অন্যান্য গুণী সদস্যবৃন্দ।

    অনুষ্ঠানে র‍্যাফেল ড্র, উদ্যোক্তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান, বর্ষপূর্তির কেক কাটা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনের আয়োজনে প্রাণবন্ত সমাপ্তি ঘটে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031