• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নারায়ণগঞ্জ মহাসড়কের ডিভাইডার পরিষ্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু 

     dailybangla 
    18th Jun 2025 7:03 pm  |  অনলাইন সংস্করণ

    মনিরুল ইসলাম মনির: মহাসড়কের ডিভাইডার (রোড ডিভাইডার) পরিষ্কার করা একটি গুরুত্বপূর্ণ কাজ। এটি রাস্তাটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে সাহায্য করবে। নারায়ণগঞ্জ চাষাড়া থেকে সাইনবোর্ড লিঙ্ক রোড এর ডিভাইডার পরিষ্কার করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। লিঙ্ক রোডের ডিভাইডারের ঝোপঝাড় এবং আবর্জনা অপসারণ, ঘাস কাটার নির্দেশ দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

    ডিভাইডারে জন্মানো ঝোপঝাড় এবং জমে থাকা আবর্জনা অপসারণ করা হলে রাস্তাটি দেখতে আরও সুন্দর লাগবে এবং পথচারীদের জন্য নিরাপদ হবে বলে জানান পথচারীরা।

    ডিভাইডারে জন্মানো ঘাস নিয়মিতভাবে কাটা হবে। এতে ডিভাইডারটি পরিষ্কার এবং সুন্দর দেখাবে।

    বুধবার (১৮জুন ২০২৫) নারায়ণগঞ্জ জেলার মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর নির্দেশনায় “গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় পরিষ্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহতভাবে পরিচালিত হচ্ছে।
    আজ নারায়ণগঞ্জ চাষাড়া- সাইনবোর্ড লিংক রোডের ডিভাইডারে সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন প্রকার ফুলের গাছ লাগানো হয়েছিল। আলোকিত করতে ল্যাম্পপোস্ট বসানো হয়েছে । কিন্তু অযত্ন ও অবহেলার কারণে ফুল গাছের ডিভাইডার এর অবস্থা জঙ্গলে পরিণত হয়েছে আগাছা হয়ে। আশেপাশের অনেক মানুষ এখানে ময়লা ও বর্জ্যও ফেলে যায়। অথচ এই রাস্তাটি দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের চলাচল। সবার চোখে পড়ে এই জঙ্গলের চিত্র। এত গ্রীন এন্ড ক্লিন কর্মসূচি নিয়ে অনেকেই আলোচনা করে। অনেকে বলে এটাও তো গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায়। তাহলে এটা কি পরিষ্কার পরিচ্ছন্নতা করার মতন কেউ নেই। ঘটনাটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার অফিসে আসা-যাওয়ার সময় দৃষ্টিতে পড়ে এবং সাথে সাথে লোক পাঠায় জেলা প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়ার জন্য। জেলা প্রশাসকের নির্দেশে বুধবার থেকে পরিষ্কার ও পরিচ্ছন্নতার কাজ শুরু হয়। প্রথমে চাঁনমারি মাইক্রো স্ট্যান্ড থেকে শুরু হয়ে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সাইনবোর্ড পর্যন্ত চলবে । পথচারী ও স্থানীয় জনগণের চলাচলে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাবে।

    এই কার্যক্রমের মাধ্যমে সড়কের পরিবেশ হয়ে উঠবে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত। “গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির ধারাবাহিকতায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদী নারায়ণগঞ্জবাসী।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930