নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী দিপুর মনোনয়নপত্র দাখিল
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রূপগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের হাতে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছিরউদ্দিন, বাচ্চুসহ দলীয় নেতাকর্মীরা।
এর আগে মুড়াপাড়া শিল্পকলা একাডেমির মাঠ প্রাঙ্গণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মনোনয়নপত্র দাখিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, “আজ আমাদের জন্য আনন্দের দিন। দীর্ঘ ১৭ বছর পর দেশে গণতন্ত্র ফিরে আসছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জনগণ বিপুল ভোটে ধানের শীষ প্রতীকের পক্ষে রায় দেবে। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে আগামী নির্বাচন পরিচালনা করতে পারেন—সবার কাছে সেই দোয়া চাই।”
বিআলো/তুরাগ



