নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ’র মনোনয়ন দাখিল
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ আংশিক) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিলকালে তার সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গোলাম মসীহ বলেন, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা এখন সময়ের দাবি।
তিনি বলেন, “নির্বাচন ও ভোট নিয়ে অতীতের তিক্ত অভিজ্ঞতা দেশের মানুষ আর দেখতে চায় না। প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। আমরা চাই পেশীশক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচন।”
তিনি আরও বলেন, নির্বাচনে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। ভোটাররা যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন—এই পরিবেশ রাষ্ট্রকেই সৃষ্টি করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, জেলা সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ, মাওলানা ছানাউল্লাহ নূরী, ফারুক আহমাদ মুন্সীসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বিআলো/তুরাগ



