নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অধ্যাপক রেজাউল করিমের মনোনয়নপত্র দাখিল
নারায়ণগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রেজাউল করিম।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক রায়হান কবিরের কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দেন অধ্যাপক রেজাউল করিমের সমর্থিত নেতাকর্মীরা।
মনোনয়নপত্র দাখিল শেষে অধ্যাপক রেজাউল করিমের সমর্থকরা বলেন, আসন্ন জাতীয় নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ধাপ। তারা নির্বাচন কমিশনের নির্ধারিত সকল বিধিনিষেধ ও আচরণবিধি মেনে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং ইতিবাচক পরিবেশে নির্বাচনি কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় তারা আরও জানান, কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন না করে জনগণের দোরগোড়ায় পৌঁছে নিজেদের রাজনৈতিক বার্তা তুলে ধরাই তাদের মূল লক্ষ্য।
উল্লেখ্য, অধ্যাপক রেজাউল করিম একজন বর্ষীয়ান ও অভিজ্ঞ রাজনীতিবিদ। তিনি অতীতে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বিআলো/তুরাগ



