নারায়ণগঞ্জ-৩: বিএনপি প্রার্থী মান্নানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে বার্জ কেটে বিক্রির অভিযোগ
এফ এইচ সবুজ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় চট্টগ্রাম থেকে ভাড়া নেওয়া একটি ডাম্ব বার্জ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাত হোসেন-এর বিরুদ্ধে। শাহাদাত হোসেন বর্তমানে বিএনপি মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান-এর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
জানা গেছে, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় এইচবি হারুন অ্যান্ড ব্রাদার্স মেঘনা শিপইয়ার্ডে ১৫ দিন ধরে বার্জটি কেটে বিক্রি করা হয়। শিপইয়ার্ডের মালিক শাহাদাতের বাবা, পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম।
চট্টগ্রামের ব্যবসায়ী রাকেশ শর্মা গত মঙ্গলবার রাতে সোনারগাঁ থানায় মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়েছে, বার্জ কেটে বিক্রির ফলে প্রায় ১ কোটি ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মামলার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।
রাকেশ শর্মা জানান, গত ১ নভেম্বর ৭ লাখ ২০ হাজার টাকায় এক মাসের জন্য চট্টগ্রাম থেকে বার্জটি ভাড়া নেওয়া হয়। কিন্তু শাহাদাতের নেতৃত্বে ১০–১৫ জনের একটি সিন্ডিকেট বার্জটি কেটে স্টিলের প্লেটে বিক্রি করে। শাহাদাতের বাবা রফিকুল ইসলাম প্রথমে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েও পরে তা টালবাহানা করেন।
শাহাদাতের বাবা রফিকুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি তা রিসিভড করেননি।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, “মালবাহী জাহাজ কেটে বিক্রির ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে, দোষীদের আইনের আওতায় আনা হবে।
স্থানীয়রা জানান, রফিকুল ইসলাম গত আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় পার্টির সঙ্গে জড়িত ছিলেন। সেই সময়ে জাতীয় পার্টির তৎকালীন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার আস্থাভাজন হওয়ায় ছাত্রদল নেতা শাহাদাত বিভিন্ন শিল্প কারখানায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করেছেন। এদিকে, হেফাজত ইসলামের নেতা মামুনুল হকের রিসোর্ট কাণ্ডের মামলায় আসামি হওয়ার পর রফিকুল ইসলাম পুনরায় বিএনপিতে ফিরে আসেন।
বিআলো/এফএইচএস



