নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম
নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক উত্তাপের মধ্যেই নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে প্রার্থিতা ঘোষণা করে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিক অ্যাডভোকেট আবুল কালাম। দলীয় নেতাকর্মীদের সরব উপস্থিতিতে তাঁর মনোনয়ন দাখিল ঘিরে এলাকায় নতুন করে নির্বাচনী আলোচনার জন্ম দিয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. রায়হান কবিরের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন অ্যাডভোকেট আবুল কালাম।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন শিল্পপতি আবু জাফর বাবুল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মনোনয়ন জমা দেওয়ার পর অ্যাডভোকেট আবুল কালাম সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণই আমার শক্তি। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি।”
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৫ আসনটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও আলোচিত একটি আসন হিসেবে পরিচিত। আসন্ন নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে কৌতূহল ও আলোচনা।
বিআলো/তুরাগ



