• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নারায়ণগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের মনোনয়নপত্র দাখিল 

     dailybangla 
    28th Dec 2025 10:39 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে নির্বাচনী মাঠে আনুষ্ঠানিকভাবে নিজের অবস্থান জানান দিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে তার মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে এ আসনে নির্বাচনী উত্তাপ আরও এক ধাপ বেড়ে উঠেছে।

    রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় বন্দর উপজেলা নির্বাহী অফিসার ও অত্র নির্বাচনে নিযুক্ত সহকারী রিটার্নিং অফিসার শিবানী সরকারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের পক্ষে তার সহধর্মিণী নার্গিস মাকসুদ মনোনয়ন ফরমটি দাখিল করেন।

    এ সময় বন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ ফরিদ উপস্থিত ছিলেন। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে নির্বাচন কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ্য করা যায়।

    এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ। সাবেক উপজেলা চেয়ারম্যান হিসেবে তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা রয়েছে। মনোনয়ন দাখিলের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী দৌড়ে যুক্ত হলেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

    উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণ ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও আকর্ষণীয় করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031