নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক আরজু, সদস্য সচিব বিদ্যুৎ
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, অধিকার রক্ষা এবং কল্যাণমূলক কাজের লক্ষ্যকে সামনে রেখে ‘নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (NJU)’ নামে একটি নতুন সংগঠন গঠন করা হয়েছে।
২৫ জুন (বুধবার) সন্ধ্যা ৭টায় নগরীর চাষাঢ়াস্থ সমবায় মার্কেটের ৪র্থ তলায় অনুষ্ঠিত এক প্রস্তাবিত সভায় সর্বসম্মতিক্রমে সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন দৈনিক আমার সময় পত্রিকার স্টাফ রিপোর্টার ও পাক্ষিক তথ্য পত্র–এর প্রধান সম্পাদক মোঃ শফিকুল ইসলাম আরজু। তাঁকেই নতুন কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান দৈনিক ভোরের সময় পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও আজকের নীরবাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক এস. এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ।
কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হন তিনজন—
মনিরুল ইসলাম মনির (সিনিয়র স্টাফ রিপোর্টার, দৈনিক বাংলাদেশের আলো), মোঃ হারুন অর রশিদ সাগর (জেলা প্রতিনিধি, দৈনিক ডেসটিনি এবং বিভাগীয় সম্পাদক, দৈনিক দেশের আলো) এবং মোঃ শাহ আলম মোল্লা (বার্তা সম্পাদক, দৈনিক সবার কণ্ঠ)।
এছাড়াও কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আনিসুল হক হীরা (বার্তা সম্পাদক, আজকের নীরবাংলা) এবং মোঃ সাদ্দাম হোসেন মীর্জা (ফটো সাংবাদিক, দৈনিক অগ্রবাণী)।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নারায়ণগঞ্জ জেলার গণমাধ্যমকর্মীদের পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ, নিরাপত্তা এবং অধিকার আদায়ে সংগঠনটি কার্যকর ভূমিকা পালন করবে। সভায় উপস্থিত সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিআলো/তুরাগ