• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নারিন্দায় ভ্যান্টিলেটর দিয়ে চোরের প্রবেশ, ল্যাপটপ-মোবাইল চুরি; ধরা পড়ল জুরাইনে 

     dailybangla 
    13th Jun 2025 6:59 pm  |  অনলাইন সংস্করণ

    ইবনে ফরহাদ তুরাগ: রাজধানীর ওয়ারী জোনের অন্তর্ভুক্ত জুরাইন এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে দুটি চোরাই ল্যাপটপ ও দুটি মোবাইল ফোনসহ মো. কাউসার (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিএমপির কদমতলী থানা পুলিশ।

    বৃহস্পতিবার সকাল ৬টা ৩০ মিনিটে জুরাইন গ্যাসপাইপ এলাকার মুখে নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় তাকে আটক করা হয়। জানা যায়, গ্রেফতারকৃত কাউসার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বদলপুর গ্রামের বাসিন্দা।

    কদমতলী থানা সূত্রে জানা গেছে, চেকপোস্টে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে থামতে বলেন। কিন্তু তিনি পালানোর চেষ্টা করলে সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়।

    পরবর্তীতে তার কাঁধে ঝুলানো ব্যাগ তল্লাশি করে একটি Asus ল্যাপটপ, একটি HP ল্যাপটপ, একটি Redmi 10 স্মার্টফোন ও একটি Oppo A54 মডেলের মোবাইল ফোন উদ্ধার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাউসার এসব ডিভাইসের মালিকানা সম্পর্কে সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, পুরান ঢাকার গেন্ডারিয়ার নারিন্দা এলাকার একটি বাসায় ভ্যান্টিলেটর দিয়ে প্রবেশ করে চুরি করে এসব ল্যাপটপ ও মোবাইল ফোন সংগ্রহ করেছেন।

    এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপির কদমতলী থানা পুলিশ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031