• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নারীর নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করতে ৩১ দফার পরিকল্পনা 

     dailybangla 
    14th Nov 2025 5:37 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ধর্মের নামে রাজনীতি নারীদের ওপর সহিংসতা ও নির্যাতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর শাহবাগে শুক্রবার ‘নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে সচেতন নারী সমাজ’ শীর্ষক মৌন মিছিলের পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

    তিনি বলেন, দেশের আইন থাকলেও তা যথাযথভাবে কার্যকর হয় না, আর ফাঁকফোকরের সুযোগে নির্যাতনকারীরা সহজে রক্ষা পায়। কিছু ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীও শক্ত আইনকে অপব্যবহার করছে। সালাহউদ্দিনের দাবি, নারীর কর্মসংস্থান বাড়ানো এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি।

    তিনি আরও বলেন, কর্মঘণ্টা কমিয়ে দিলে নারীর চাকরি ও কর্মসংস্থান হ্রাস পাবে। তাই নারীর সমানাধিকার নিশ্চিত করতে হবে, যাতে তারা সম্মানের সঙ্গে কাজ করতে পারে এবং দক্ষতা প্রমাণের মাধ্যমে সমাজে অগ্রগতি অর্জন করে।

    রাজশাহীর কাটাখালীতে ধানের শীষের প্রচারণার সময় দুই নারী নির্যাতনের ঘটনা উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি বলেন, সমাজে বৈষম্য দূর করতে সবাইকে সমানাধিকারভিত্তিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

    সালাহউদ্দিন আহ্বান জানান, নারীর শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তার জন্য ৩১ দফার ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে, যা বাস্তবায়িত হলে বাংলাদেশ অগ্রগতির শীর্ষে পৌঁছাবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930