• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নারীর ভূমিকা আরো শক্তিশালী করতে হবে: নাগরিক সমাজ 

     dailybangla 
    19th Jan 2026 11:27 pm  |  অনলাইন সংস্করণ

    বিশেষ প্রতিনিধি: শান্তি প্রতিষ্ঠায় নারীর ভূমিকা আরো শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, সংঘাত, সহিংসতা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের প্রেক্ষাপটে নারীরা অসমভাবে ক্ষতিগ্রস্ত হন। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় শান্তি প্রতিষ্ঠা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও নিরাপত্তা ব্যবস্থায় নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিষয়টি জাতীয় কর্মপরিকল্পনায় অন্তর্ভূক্ত ও বাস্তবায়ন করতে হবে।

    গতকাল ধানমন্ডি রায়ের বাজার উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত সচেতনতামূলক কর্মশালায় এসব কথা বলেন তারা। নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা সম্পর্কে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত কর্মশালায় তৃণমূল নারী নেত্রী, কমিউনিটি ফোরামের প্রতিনিধি, যুব সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

    কর্মশালায় বিএনপিএস’র পরিচালক শাহনাজ সুমী বলেন, শুধু যুদ্ধ বা যুদ্ধ পরবর্তীকালে নয় নারী ও মেয়েরা সবচাইতে বেশি সহিংসতার শিকার হয় নিজের পরিবারেই। তাই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গৃহীত ১৩২৫ রেজল্যুশনটি একটি যুগান্তকারী পদক্ষেপ। কেননা এতে প্রথমবারের মতো শান্তি ও নিরাপত্তা রক্ষায় জেন্ডার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগে নারীর ওপর বিরূপ প্রভাব মোকাবিলায় নারীর সার্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় ভূমিকা রাখতে পারে।

    কর্মশালার মূল উদ্দেশ্য ছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩২৫ নম্বর প্রস্তাব এবং সরকারের নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার লক্ষ্য, অগ্রাধিকার ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে স্থানীয় পর্যায়ের অংশগ্রহণকারীদের জ্ঞান ও বোঝাপড়া বৃদ্ধি করা।

    এ বিষয়ে বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সুশীল সমাজ ও কমিউনিটি নেতৃবৃন্দের সমন্বিত উদ্যোগ ছাড়া এর কার্যকর বাস্তবায়ন সম্ভব নয়। যে কোনো পরিস্থিতিতে, নারীর প্রতি ঘৃণা ও বিদ্বেষমূলক প্রচারণা বন্ধ করে, সাইবার ক্রাইম বন্ধ করে এবং নারীর প্রতি বৈষম্যপূর্ণ আইন ও নীতি বাতিল করে নারীর প্রতি সম অধিকারভিত্তিক আইন প্রণয়ন করতে হবে।

    কর্মশালাটি পরিচালনা করেন নাসরিন বেগম। দিনব্যাপী কর্মশালায় উপস্থাপনা, উন্মুক্ত আলোচনা, দলগত কাজ ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে নারী, শান্তি ও নিরাপত্তার স্থানীয়করণের প্রাসঙ্গিকতা এবং গুরুত্ব সম্পর্কে মতবিনিময় করেন। নিজ নিজ এলাকায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, শান্তি প্রতিষ্ঠা এবং সচেতনতা কার্যক্রম জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031