• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নারী উদ্যোক্তা পূর্ণতা চৌধুরীর ভাবনা 

     dailybangla 
    13th Mar 2025 4:41 pm  |  অনলাইন সংস্করণ

    ডেস্ক রিপোর্ট: ছোটবেলা থেকেই আমার একটা চিন্তা ছিল, পড়াশোনার পাশাপাশি নিজেকে একজন নারী উদ্যেক্তা হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি করে তুলব৷ সেই আকাঙ্ক্ষায় এক পর্যায়ে দেশের স্বনামধন্য ভিভিন্ন ফ্যাশন ডিজাইনারের সাথে কথা বলি।

    এক সময় দেশাল ফ্যাশন ডিজাইনের সাথে আমার কাজ করার সুযোগ হয়। সেখানে আমি কুত্তি গাউন এবং অন্যান্য লেডিস আইটেম নিয়ে কাজ করি। আমি দীর্ঘ চার বছর তাদের সাথে যুক্ত থেকে কাজ করে অভিজ্ঞতা সঞ্চয় করি। চার বছর দেশালের সাথে কাজ করার পরে আমি বিশ্বরং, রাইসার ও ডিএক্সএল এ কাজ করার সুযোগ হয়।

    বর্তমানে আমার নিজের একটি ফ্যাশন হাউজ রয়েছে যা আমার নামে করা ‘পূর্ণতা ফ্যাশন হাউজ’ ব্যবসাটি অনলাইন ও অফলাইনে পরিচালনা করে থাকি।

    আমি আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ‘পূর্ণতা ফ্যাশন হাউস’ পরিচালনা করে আসছি। আমার ভবিষ্যৎ চিন্তা, আমি সারা জেলায় একটি করে ‘পূর্ণতা ফ্যাশন হাউস’ প্রতিষ্ঠিত করব। এ প্রতিষ্ঠানের মধ্য দিয়ে অসচ্ছল মানুষের পাশে দাঁড়াবো। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব আমার এই ফ্যাশন হাউজের মাধ্যমে।

    আমি যদি সরকারের কোন পৃষ্ঠপোষকতা পাই তাহলে আমার ভবিষ্যৎ চিন্তা অনুযায়ী পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের স্বাবলম্বী করে তুলতে সহজ হবে বলে আমি মনে প্রানে বিশ্বাস করি।

    আমি মনে করি পড়াশোনার পাশাপাশি ফ্যাশান ডিজাইনার হয়ে যে কোন নারী উদ্যেক্তা হয়ে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ আছে এবং অন্যদেরও সুযোগ করে দিয়ে অর্থনৈতিকভাবে তাদের স্বাবলম্বী করা যায়।

    বিআলো/তুরাগ

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031