নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগে বড় তদন্ত চান তামিম
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগে বড় পরিসরে তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
জাহানারা আলমের করা অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি তদন্ত কমিটি গঠন করেছে, তবে তামিম মনে করেন- এটি যথেষ্ট নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তামিম লিখেছেন, “জাহানারা আলমের অভিযোগগুলো অত্যন্ত গুরুতর। এসব যদি সত্যি হয়, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিসিবির বাইরের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত, যাতে কোনো পক্ষপাতের সুযোগ না থাকে।”
সম্প্রতি জাহানারা আলম অভিযোগ করেছেন, জাতীয় দলের সাবেক নির্বাচক মনজুরুল ইসলাম ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ তাকে যৌন হয়রানি করেছিলেন।
এছাড়া তিনি দলের পরিবেশ নিয়েও প্রশ্ন তুলেছেন; বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নাকি জুনিয়রদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
তামিম বলেন, “এমন অভিযোগ যাচাই ছাড়া উড়িয়ে দেওয়া ঠিক নয়। ভবিষ্যৎ নারী খেলোয়াড়দের নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করতে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।”
বিআলো/শিলি



