‘নারী নেতৃত্ব ছাড়া উন্নয়ন নয়’ ঝালকাঠিতে মানববন্ধনে ৩৩% নারী কোটা বাস্তবায়নের আহ্বান
মনিরুজ্জামান মনির, ঝালকাঠি: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন হোক পরিবর্তনের অঙ্গীকার -এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার দুপুর ১২টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকল রাজনৈতিক দলের মূল কমিটিতে ৩৩ শতাংশ নারী অন্তর্ভুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করেন ঝালকাঠি জেলার বিএনপি, এনসিপি, সিপিবিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেতৃবৃন্দ। বক্তারা বলেন – বাংলাদেশের সংবিধান নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করলেও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর অংশগ্রহণ এখনো প্রত্যাশিত নয়।
তাঁরা আরও বলেন-নেতৃত্বের আসনে নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন ও গণতন্ত্র সুসংহত করা সম্ভব নয়।
বক্তারা দেশের অগ্রযাত্রায় নারীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেন- এখন সময় এসেছে সকল রাজনৈতিক দলের কেন্দ্রীয়সহ সকল স্তরের মূল কমিটিতে অন্তত ৩৩ শতাংশ নারী সদস্য অন্তর্ভুক্ত করার। আয়োজনে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেতৃবৃন্দ, সমাজকর্মী, শিক্ষক ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। সবশেষে অংশগ্রহণকারীরা নারীর রাজনৈতিক ক্ষমতায়নকে টেকসই পরিবর্তনের ভিত্তি হিসেবে তুলে ধরে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বিআলো/ইমরান



