নারী বিশ্বকাপ ক্রিকেট: আত্মবিশ্বাসী বাংলাদেশ দল কলম্বো প্রস্তুত
dailybangla
22nd Sep 2025 2:01 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: নারী বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। মিরপুর হোম অব ক্রিকেটে ফটোসেশনে অংশ নিয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও তার সতীর্থরা নিজেদের আত্মবিশ্বাসী রূপে উপস্থাপন করেছেন।
বাংলাদেশ নারী দল মূল আসরের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ২৫ সেপ্টেম্বর কলম্বো ক্রিকেট ক্লাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২৭ সেপ্টেম্বর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগ্রেসরা মাঠে নামবে।
২ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে তরুণ প্রতিভার মিশেল থাকায় দল আত্মবিশ্বাসী। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সহ-অধিনায়ক নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও রিতু মনি নেতৃত্ব দেবেন। রাবেয়া খান, ফারিহা ইসলাম তৃষ্ণা ও নিশিতা আক্তারের মতো নতুন মুখরা দলের বোলিং আক্রমণে শক্তি যোগ করবেন।
বিআলো/এফএইচএস