নাসিরনগরে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন: মো. তানজিল কবির
নিহারেন্দু চক্রবর্তী,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মো. তানজিল কবির। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে তিনি তাঁর নতুন কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ উপলক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সদ্য বিদায়ী উপজেলা সহকারি কমিশনার( ভূমি) কাজি রবিউস সারোয়ার ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মো. তানজিল কবির চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী ভূমি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে তিনি সেখানে সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশংসা অর্জন করেছিলেন। কুমিল্লা জেলার সন্তান মো. তানজিল কবির নাসিরনগরে যোগদানের পর দায়িত্ব পালনে অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “নাসিরনগরের জনগণের সেবায় সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো। ভূমি সংক্রান্ত অনিয়ম প্রতিরোধ, অবৈধ দখল উচ্ছেদ ও সেবার মান বাড়ানোই আমার প্রধান লক্ষ্য।” স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষও নতুন এ কর্মকর্তার দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যে, তাঁর নেতৃত্বে নাসিরনগরের ভূমি প্রশাসন আরও স্বচ্ছ ও জনবান্ধব হবে।
বিআলো/ইমরান