নাসিরনগর থানায় পুলিশের হঠাৎ রদবদল থানায় নতুন ওসি
dailybangla
08th Nov 2024 11:38 pm | অনলাইন সংস্করণ
নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর: ব্রাহ্মণবাড়িয়ার অন্তর্ভুক্ত নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে হঠাৎ রদবদল করা হয়েছে।
গত মঙ্গলবার (৫ নভেম্বর) পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে এ রদবদল করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদিরসহ আরো কয়েকজন পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে।
নাসিরনগর থানার ওসি আব্দুল কাদের-এর স্থলাভিষিক্ত হয়েছেন নতুন ওসি শফিকুল ইসলাম। নতুন ওসি শফিকুল ইসলামের পূর্বের কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়া ১নং ওয়ার্ড পুলিশ ফাঁড়ি। তিনি ওই পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে নিয়োজিত ছিলেন এবং নাসিরনগর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর। মাত্র দুই মাসেরও কম সময়ে হঠাৎ নাসিরনগর থানার ওসির পরিবর্তন নিয়ে ইতিমধ্যে নাসিরনগরে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বিআলো/তুরাগ