না.গঞ্জে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
dailybangla
20th Jul 2025 7:57 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে ফিটনেসবিহীন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়ি চালানোর দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আইন ভঙ্গকারী চালকদের অনিয়ম পেয়ে ৪টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (২০ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাঁনমারী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে
বিআরটিএ এর সহকারী পরিচালক মাহবুবুর রহমান
এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের পরিচালনাকালে সাংবাদিকদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম বলেন, দীর্ঘ দিন ধরেই ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহন অবাধে চলাচল করে আসছিল।
তিনি বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্যারের নির্দেশে আমরা সড়ক নিরাপত্তা ও যানবাহনে শৃঙ্খলা রক্ষায় অবৈধভাবে চলাচলরত সব যানবাহনগুলোকে আইনের আওতায় নিয়ে আসব।
বিআলো/তুরাগ