নিউইয়র্কের মেয়র নির্বাচনে উত্তাপ: মুসলিম প্রার্থী এগিয়ে, ধর্মগুরুরা প্রতিবাদে
আর্ন্তজাতিক ডেস্ক: নিউইয়র্কে মেয়র নির্বাচনের আগাম ভোটে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি প্রতিপক্ষকে ছাড়িয়ে এগিয়ে যাচ্ছেন। তবে তাকে সমর্থন না দেওয়ার জন্য নিউইয়র্কের ইহুদি ধর্মগুরুদের মধ্যেও তৎপরতা লক্ষ্য করা গেছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মেয়র নির্বাচনের জন্য রেকর্ডসংখ্যক ভোট পড়েছে, যেখানে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি আগাম ভোটে অন্য প্রার্থীদের তুলনায় এগিয়ে রয়েছেন। মামদানির নির্বাচনী প্রচারণায় শহরের উদারপন্থি ভোটারদের আকর্ষণ করছে বিনামূল্যে বাস পরিষেবা, চাইল্ড কেয়ার সুবিধা এবং প্রায় ১০ লাখ বাসিন্দার জন্য বাড়িভাড়া মওকুফসহ নানা প্রতিশ্রুতি। এছাড়া তিনি গাজায় ইসরাইলি হামলার তীব্র সমালোচক হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন।
তবে প্রতিপক্ষ সহ্য করতে পারছে না তার এই জনপ্রিয়তা। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো তার ওপর ইসলামপন্থির লেবেল চাপিয়ে দিয়েছেন এবং অর্থনৈতিকভাবে তার প্রতিশ্রুতিগুলোকে বাস্তবসম্মত নয় বলে দাবি করেছেন।
চরম অগ্রগতি দেখা দিল ইহুদি সম্প্রদায়ের মধ্যে। বিভিন্ন শহরের র্যাবাইরা একত্রিত হয়ে একটি চিঠিতে সই করছেন, যাতে সাধারণ ইহুদি ভোটাররা মামদানিকে ভোট না দেন। অভিযোগ রয়েছে, তিনি ইসরাইলবিরোধী মনোভাব প্রদর্শন করছেন। এই চিঠিতে ইতিমধ্যেই ১ হাজারের বেশি ধর্মগুরুর স্বাক্ষর জমা পড়েছে, যা মার্কিন ইতিহাসে বিরল। যারা সই করছেন না, তাদেরও তালিকা তৈরি করে ছড়ানো হচ্ছে।
নিউইয়র্কবাসীর জন্য এটি ইতিহাসের একটি নির্বাচনী মুহূর্ত হতে যাচ্ছে। আগামী ৪ নভেম্বর মেট্রোপলিটন শহরের নতুন মেয়র নির্বাচিত হবেন।
বিআলো/শিলি



