নিউইয়র্কের মেয়র মামদানির দলে বাংলাদেশী কন্যা সমতলী হক
আর্ন্তজাতিক ডেস্ক: নিউইয়র্কের নব নির্বাচিত মেয়র জোহরান মামদানির ট্রানজিশন টিমে স্থান পেয়েছেন কবি ও মানবাধিকার সংগঠক ফরহাদ মাজহারের কন্যা সমতলী হক।
তিনি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতা করেন এবং দীর্ঘদিন ধরে মানবাধিকার ও সামাজিক ন্যায়ের পক্ষে কাজ করে আসছেন।
অধ্যাপনা শুরুর আগে সমতলী লেবার অ্যাটর্নি হিসেবে কর্মরত ছিলেন। মামদানির প্রার্থীতা ঘোষণার পর থেকেই তিনি নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং ব্যক্তিগতভাবেও তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে।
ফরহাদ মাজহারের প্রথম পক্ষের স্ত্রীর ঘরে জন্ম নেওয়া সমতলী বর্তমানে স্বামী পুয়ের্তো রিকান ও দুই সন্তানকে নিয়ে নিউইয়র্কে বসবাস করছেন।
এ ছাড়া, মামদানির দায়িত্ব গ্রহণের প্রস্তুতিমূলক এই ট্রানজিশন টিমে আরও আটজন বাংলাদেশি বংশোদ্ভূত সদস্য রয়েছেন। ফলে বাংলাদেশি কমিউনিটিতে দেখা দিয়েছে উচ্ছ্বাস।
আগামী ১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহরের মেয়র হিসেবে শপথ নিতে যাচ্ছেন মুসলিম পরিচয়ের ডেমোক্র্যাটিক সোশালিস্ট জোহরান মামদানি, যা নিউইয়র্কের ইতিহাসে একটি স্মরণীয় মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।
বিআলো/শিলি



