নিউইয়র্কে বন্দুক হামলা: বাংলাদেশি পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি বহুতল অফিস ভবনে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এতে সন্দেহভাজন হামলাকারী এবং এক পুলিশ সদস্যসহ চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত পুলিশ সদস্য বাংলাদেশি বংশোদ্ভুত বলে জানিয়েছেন সিটি মেয়র এরিক অ্যাডামস। নিহত বাংলাদেশি দিদারুল ইসলাম সম্প্রতি ছুটিতে ছিলেন। তার স্ত্রী সন্তানসম্ভবা এবং দুই ছোট সন্তান রয়েছে।
পুলিশ জানায়, বন্দুকধারী হামলাকারী শেন তামুরা, যিনি লাস ভেগাসের বাসিন্দা এবং মানসিক স্বাস্থ্য সমস্যা থাকলেও হামলার কারণ এখনো জানা যায়নি, আত্মহত্যা করেছেন। ঘটনায় আরও একজন গুরুতর আহত রয়েছেন।
হামলা শহরের একটি অফিস ভবনে ঘটেছে, যেখানে স্থানীয় সময় বন্দুকধারী প্রথমে পুলিশ কর্মকর্তার ওপর গুলি চালান, এরপর এক নারীকে গুলি করেন এবং পরে ভবনের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি গুলি চালান। নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, বন্দুকধারী একটি বিএমডব্লিউ গাড়ি থেকে এম৪ রাইফেল নিয়ে ভবনের দিকে এগিয়ে যান এবং ৩৩ তলায় গিয়ে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেন।
পুলিশ বন্দুকধারীর গাড়ি থেকে একটি রাইফেল কেস, রিভলভার, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে। নিউইয়র্ক ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই অফিস ভবনে শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান এবং ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) অফিস রয়েছে।
নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ নিহত দিদারুল ইসলামকে একজন বীর পুলিশ কর্মকর্তা হিসেবে অভিহিত করেছেন। নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এই ঘটনায় পাঁচ নিরপরাধ মানুষকে লক্ষ্য করে গুলি চালানোকে ‘ভয়াবহ’ উল্লেখ করেছেন।
স্থানীয় টিভি চ্যানেলের ফুটেজে দেখা গেছে, ভবন থেকে মানুষ হাত উপরে তুলে বেরিয়ে আসছে। এসময় ভবনটিতে নিউইয়র্ক পুলিশের দুটি বাহিনী অতিরিক্ত নিরাপত্তা দিচ্ছিল। ঘটনাস্থলের আশপাশে যানজট ও রাস্তা বন্ধের কারণে গণপরিবহন বিঘ্নিত হয়েছে।
বিআলো/শিলি