• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নিউইয়র্কে ‘স্বর্ণালী গানের আসর’-এ রিজিয়া ও সেলিমের জমজমাট পরিবেশনা 

     dailybangla 
    01st Nov 2025 3:31 am  |  অনলাইন সংস্করণ

    রিজিয়ার আহ্বানে মঞ্চ মাতালেন সেলিম ইব্রাহিম

    বিনোদন ডেস্ক: প্রবাসের মাটিতে যেন ছুঁয়ে গেলেন দেশের সুর! যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ‘স্বর্ণালী গানের আসর’-এ মঞ্চ মাতালেন জনপ্রিয় সংগীতশিল্পী সেলিম ইব্রাহিম ও বাংলাদেশের খ্যাতনামা শিল্পী রিজিয়া পারভীন। সুর, ছন্দ আর আবেগে ভরা এই আসরে প্রবাসী দর্শকরা হারিয়ে গেলেন নস্টালজিয়ায়, যেন ফিরে গেলেন বাংলাদেশের মাটিতে।

    গত সপ্তাহে কুইনস প্যালেসে আয়োজিত এই অনুষ্ঠানে সংগীতপ্রেমী প্রবাসীদের ঢল নামে। একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন শিল্পীরা। অনুষ্ঠানের একপর্যায়ে রিজিয়া পারভীনের আহ্বানে মঞ্চে ওঠেন সেলিম ইব্রাহিম। তিনি টানা কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন। তার গানে উঠে আসে দেশ, ভালোবাসা ও জীবনের গল্প—যা মুহূর্তেই শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়।

    বাংলাদেশের নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে জন্ম নেওয়া সেলিম ইব্রাহিম শৈশব থেকেই সংগীতপ্রেমী। মাত্র তৃতীয় শ্রেণিতেই সংগীতে পুরস্কার অর্জন করেন তিনি। তাঁর সংগীতের হাতেখড়ি হয় ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত শিল্পী প্রয়াত পিন্টু ভট্টাচার্যের কাছে। পরবর্তীতে কায়েকোবাদ সাংস্কৃতিক পরিষদের হয়ে গান ও নাটক পরিবেশন করেন এবং সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

    দেশে থাকাকালীন তিনি বাংলাদেশ টেলিভিশনের বেশ কিছু অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় যুক্ত ছিলেন। প্রবাস জীবনে এসেও থেমে থাকেননি। সদরঙ ওয়ার্ল্ডওয়াইড মিউজিক সেন্টার নিউইয়র্কে গুরু তপন কান্তি বৈদ্যের কাছে ১০ বছর ধরে ক্ল্যাসিক্যাল সংগীতে উচ্চতর প্রশিক্ষণ নেন। বর্তমানে নিউইয়র্কের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত পারফর্ম করছেন তিনি।

    নিজের অনুভূতি প্রকাশ করে সেলিম ইব্রাহিম বলেন,“রিজিয়া পারভীনের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করা আমার জন্য এক বিশেষ গর্বের মুহূর্ত। আমরা প্রবাসে থেকেও বাংলা গানকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, যেন পরবর্তী প্রজন্ম সংগীতের ঐতিহ্য ধরে রাখতে পারে।”

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোটাইম মিউজিকের কর্ণধার খাইরুল ইসলাম খোকন, কেবি মাল্টিমিডিয়ার কর্ণধার কামরুজ্জামান বকুলসহ প্রবাসী সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। পুরো অনুষ্ঠানটির উপস্থাপনা করেন শিল্পী সেলিম ইব্রাহিম নিজেই।

    গানের সুরে, প্রবাসের আকাশে—সেদিন যেন জেগে উঠেছিল বাংলাদেশের সংস্কৃতি, মাটির টান আর ভালোবাসার গান।

    বিআলো/তুরাগ

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031