• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলন: মুক্তিযুদ্ধের চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের অঙ্গীকার 

     dailybangla 
    28th Oct 2025 10:44 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ২৬ অক্টোবর ফোবানা সেন্ট্রাল কমিটির এক বিশেষ এজিএম-এ (ভার্চুয়ালি) অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়, ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট হিসেবে নিউইয়র্ক নির্বাচিত হয়েছে।

    বিগত কানাডা সম্মেলনের এজিএমে ফোবানার সংবিধান, গঠনতন্ত্র ও কমপ্লায়েন্সের সাথে অসামঞ্জস্যপূর্ণ কিছু বিষয়ে সংশোধনী আনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, কোনো সংগঠনকে ফোবানা সম্মেলনের হোস্ট হতে হলে সেই সংগঠনকে কমপক্ষে পরপর দুই বছর ফোবানা নির্বাহী কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

    এই বিবেচনায়, ফোবানার সবচেয়ে পুরনো সংগঠন এবং পরপর সাতবার ফোবানা নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্বে থাকা এনআরবি অ্যাসোসিয়েশন ইউএসএ (নিউইয়র্ক) ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট হিসেবে নির্বাচিত হয়েছে।

    বর্তমানে ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব জাকারিয়া চৌধুরী (নিউইয়র্ক)। এক্সিকিউটিভ সেক্রেটারি হিসেবে আছেন জনাব দেওয়ান মনিরুজ্জামান (কানাডা), ভাইস চেয়ারম্যান জনাব সাদেক খান (ওয়াশিংটন ডিসি), জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি হিসেবে আমিনুল ইসলাম কলিন্স ও সুব্রত তালুকদার (নিউইয়র্ক), এবং ট্রেজারার হিসেবে মোঃ সাজ্জাদুল হাসান (ফ্লোরিডা) দায়িত্ব পালন করছেন।

    ৪০তম ফোবানা সম্মেলনের কনভেনার হিসেবে দায়িত্ব পালন করবেন এনআরবি অ্যাসোসিয়েশন ইউএসএ-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জনাব নুরুল আমিন বাবু (নিউইয়র্ক)।

    ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী কর্তৃক প্রস্তাবিত “মেম্বারশিপ ক্রাইটেরিয়া” সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। প্রস্তাবে বলা হয়, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় বিশ্বাসী সংগঠনসমূহই ফোবানার সদস্য হতে পারবেন।

    সভায় উপস্থিত প্রায় সকল সদস্য ফোবানার সংবিধানকে সমুন্নত রেখে ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত ফোবানার ধারাবাহিকতা রক্ষা করে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

    ফোবানা সেক্রেটারি দেওয়ান মনিরুজ্জামান বলেন, “আমরা মুক্তিযুদ্ধের চেতনায় যে বাঙালি সংস্কৃতিকে লালন করি, সে সংস্কৃতি উত্তর আমেরিকার বাঙালি তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।”

    ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী বলেন, “উত্তর আমেরিকায় মুক্তিযুদ্ধের চেতনার প্রতিটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে এই ফোবানার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই।”

    সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা সম্মেলন অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হবে। সভায় যুক্তরাষ্ট্র ও কানাডার ফোবানাভুক্ত ৩১টি সংগঠনের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

    সভায় সভাপতিত্ব করেন ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, এবং সভা পরিচালনা করেন ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি দেওয়ান মনিরুজ্জামান।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031